Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা রোগীর সংখ্যা বিশ্বে ৮ কোটি ছুঁইছুঁই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৫ এএম

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৩৪ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৭ হাজার ৫০৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৪৯৫ জন।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৩৪ হাজার ২১৮ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ১৫২ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৩ লাখ ৬৬ হাজার ৬৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৬৪ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ৩ হাজার ৫৪৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৭৮ জনের।

দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৯ জনে। এছাড়াও এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৬৮ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৩ পিএম says : 0
    বাংলাদেশের আকাশ পথ পানীপথ দরজা জানালা সবেই খোলার নীতিমালায় আছি। আমেরিকা মৃত্যুপুরী ব্রাজিল জার্মানি ইতালি ফ্রান্স স্পেন ইরান ভারত ভয়ংকর ভাবে আক্রান্ত মৃত্যুর সংবাদ পাচ্ছি। ইংল‍্যান্ডের অবস্থা ভয়াবহ নতুন ভাইরাসের উৎপত্তি স্থল। প্রতিদিন প্লেন ভরে ভরে বাংলাদেশে নামছে লন্ডনের মানুষ। বিশ্বের অনেক দেশ বিমান স্থল পথ বন্ধ করে দিয়েছেন অনেকেই কঠোরভাবে লক ডাউনে। এইসবকিছুই হচ্ছে মানুষের জীবন বাচানোর জন্যে। বাংলাদেশে সরকারের নিরবতা দেখে থাকার কারণ কি? কোথাও জরুরী বৈঠক নেই সরকারের।আইন শৃংখলা বাহিনীর প্রস্তুতি জোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। এই ভাইরাস বিজ্ঞানের জ্ঞানের বাহিরে শক্তিশালী। একমাত্র বাচার পথ আল্লাহর সাহায্য কামনা প্রিয়নবী(সাঃ) সুন্নত অনুযায়ী চলা। অর্থনীতি বন্ধ করে লকডাউন নয়। মাক্স পরার কার্যকারিতা দেখছিনা। আল্লাহর জালালিয়াতের মাঝে আলেমদের আল্লাহর করুনা প্রার্থনা। ঐক্যবদ্ধ ভাবে দেশ জাতির জন্যে প্রার্থনা তৎপরতা তেমন নেই। শিক্ষা প্রতিষ্টান বন্ধ এটি সরকারের গুরুত্বপূর্ণ সময় উপ যোগী সঠিক সিদ্ধান্ত। লক্ষ লক্ষ কোমলমতী শিশুদের এইভয়াবহ কঠিন পরিস্থিতি হতে বাচ্চাদের জীবন বাচানোর জন্যে। সরকার কে ধন্যবাদ। কঠিন পরিস্থিতি ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব‍্যাক্তি মানুষের মৃত্যুতে কারোকোনশিক্ষা হয়েছে বলে মনে হচ্ছেনা। আল্লাহর দরবারে আমাদের সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতির জন্যে প্রার্থনা করতে হবে। ক্ষনস্থায়ী ছোট্ট জীবনের জন্যে মানুষের কঠিন কঠোর পরিশ্রম। এটি কিছু অংশ আল্লাহর জন্যে হলে পৃথিবীতে এত মহামারী গজব আজাব আসতো না। আল্লাহ্ আমাদের কে হেদায়েতের মাধ্যমে বুঝার তৌফিক দেওয়ার প্রার্থনা করছি। আল্লাহ্ বিশ্বের সকলস্তরের মানুষ কে আপনি দয়া করুন। আল্লাহ্ মধ‍্যপ্রাচ‍্যার পবিত্র মাঠিতে আমাদের ভাইদের হেফাজত করুন। আমিন আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ