Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গৌরনদীতে কয়েক লাখ টাকার সরকারি সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ৮:০৪ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের সাউদের খালপার ব্রিজের দক্ষিণ পাশে ১০ লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ করছে এক প্রভাবশালী ব্যক্তি। দোকান নির্মাণ কাজে বাঁধা দিলে ওই প্রভাবশালী ব্যক্তি স্থানীয় মাহাবুব আলম সোনা বেপারীকে গালাগালসহ জীবন নাশের হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৌরনদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কটকস্থল গ্রামের মাহাবুব আলম সোনা বেপারী অভিযোগ করে বলেন, কটকস্থল মৌজার বিএস ৮১৩ দাগের আমার পৈত্রিক সম্পত্তি। আমার সম্পত্তির সম্মুখে বরিশাল-ঢাকা মহাসড়কের সাউদের খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগের ১০ লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করে প্রভাবশালী শামচুল হক সরদার । আমি বাঁধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে জীবন নাশের হুমকি দেয় দখলকারীরা। পরবর্তীতে আমি থানায় অভিযোগ দায়ের করি।
গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া বলেন, সরকারি সম্পত্তিতে দোকান ঘর উত্তোলণের খবর পেয়ে সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেই।
এ প্রসঙ্গে শামচুল হক সরদার বলেন, আমার পৈত্রিক সম্পত্তি অনেক বছর পূর্বে সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ