বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে তিন সন্তানের জননী নূর নাহার পান্নাকে (৩০) ছুরিকাঘাতে হত্যার প্রায় তিন মাস পর তার কথিত প্রেমিক মো. বাবুলকে (২৮) রংপুর থেকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল চরপাবর্তী ২নং ওয়ার্ড আবুল কালাম ডাক্তার বাড়ীর আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, হত্যার প্রায় দুই মাস আগে পরকীয়া প্রেমেরটানে বাবুলের সাথে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল পান্না। পরে পরিবারের লোকজন ৭-৮দিন পর তাকে ফিরে এনে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করে দেয়। এরপর থেকে পান্না স্বামী সন্তান নিয়ে আবার সংসার শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে বাবুল। সে বিভিন্নভাবে পান্নাকে কু-প্রস্তাব দিয়ে ব্যার্থ হয়ে ঘটনার দিন সন্ধ্যায় পান্নাকে মোবাইলে কল করে বাড়ীর পাশে পুকুর পাড়ে ডেকে নিয়ে যায়। ওইস্থানে বাবুল ছুরিকাঘাতে পান্নাকে হত্যা করে পেলে যায়। পরবর্তীতে গভীররাতে পাশ^বর্তী একটি মসজিদে গিয়ে হুজুরের সাথে মোবাইল পরিবর্তন করে এলাকা ছেড়ে পালিয়ে যায় বাবুল।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, ঘটনার পর থেকে বাবুলকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানকালে গত ২১ডিসেম্বর সোমবার রাতে রংপুর জেলার বদরগঞ্জ এলাকার উপজেলা জামে মসজিদ থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। বুধবার ভোরে তাকে কোম্পানীগঞ্জ থানায় আনা হয়। হত্যার রহস্য উদঘাটনের জন্য বাবুলের রিমান্ডের আবেদন করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় চরপাবর্তী ২নং ওয়ার্ড খালেক সিম্যানের বাড়ীর পুকুর পাড় থেকে ওই বাড়ীর আমিরুল হকের স্ত্রী নূর নাহার পান্নার রত্তাক্ত ও ছুরি গাথা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের বাবা জাফর উল্যা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ নিহতের স্বামী আমিরুলকে গ্রেপ্তার করে। সে বর্তমানে জেলা কারাগারে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।