বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল কুচ্ছা রটাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে আমি নাকি ওয়ারেন্টভুক্ত আসামী। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই আমি কোনো ওয়ারেন্টভুক্ত আসামী নই। আমার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা ছিলো তা খারিজ হয়ে গেছে। দুটি রাজনৈতিক মামলায় জামিনে আছি। আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে বসে কাজ করছি। কানাইপুরবাসী ও সাধারণ জনগণের সেবা করছি। কুচক্রি মহলটি বলে বেড়াচ্ছে আমি পলাতক। এ কথাগুলো বললেন আওয়ামীলীগ নেতা ও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন। তিনি আরো বলেন, মঙ্গলবার সহকারী কমিশনার ভুমি অফিসে একটি তদন্তের স্বাক্ষি দেওয়ার জন্য যাই। কিন্তু কুচক্রি মহলটি আমি পরিষদে নেই জানতে পেরে আমার বিরুদ্ধে মিথ্যা, সাজানো অভিযোগ তুলে ধরে মানববন্ধন করে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি জন্মলগ্ন থেকেই আওয়ামীলীগের রাজনীতি করি। দীর্ঘদিন ধরে আমি কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছি। বিএনপি, জামাত জোটের কিছু নেতারা তা সহ্য করতে পারছে না। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।