Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগে তেলের মূল্য পতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিশ্বব্যাপি জ্বালানী তেলের দাম সোমবার প্রায় তিন শতাংশ কমেছে। করোনাভাইরাসের নতুন স্ট্রেনের কারণে যুক্তরাজ্যের বেশিরভাগ অংশই বন্ধ হয়ে যাওয়ায় ও ইউরোপের কঠোর বিধিনিষেধ আরোপের কারণে জ্বালানির তেলের চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১ দশমিক ৫৪ ডলার বা তিন শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৫০ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। গত শুক্রবার এর দাম ১ দশমিক ৫ পিসি বৃদ্ধি পেয়েছিলো যা গত মার্চের পরে সর্বোচ্চ ছিল। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাবøুটিআই) অপরিশোধিত রেকর্ড ১ দশমিক ৪২ ডলার বা ২ দশমিক ৯ পিসি হ্রাস পেয়ে ৪৭ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এটিও গত শুক্রবার ১ দশমিক ৫ পিসি বৃদ্ধি পেয়েছিল যা ফেব্রুয়ারির পরে সর্বোচ্চ।

কোভিড -১৯ টি ভ্যাকসিনের রোলআউটকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা মনোনিবেশ করায় তেলের দাম গত সাত সপ্তাহ বৃদ্ধির পর সোমবার একবারে হ্রাস পেয়েছে। এ বিষয়ে সানওয়ার্ড ট্রেডিংয়ের প্রধান বিশ্লেষক চিয়োকি চেন বলেন, ‘ব্রিটেনে করোন ভাইরাস ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণ বিধিনিষেধের এক নতুন চাপের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর তদারকির ফলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপের মুখোমুখি হতে হয়েছিল।’ তিনি বলেন, ‘চলতি সপ্তাহে ব্রেন্টের তেল প্রতি ব্যারেল ৫০ ডলার ও ডাব্লুটিআই এর তেল প্রতি ব্যারেল ৪৫ ডলারের নিচে নেমে যেতে পারে। কারণ বিনিয়োগকারীরা বড়দিনের ছুটির আগে অবস্থানগুলো সামঞ্জস্য করতে চান।’ এদিকে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শনিবার বলেছিলেন যে, বিশ্বব্যাপী তেলের চাহিদা এখন ৬০ থেকে ৭০ লাখ ব্যারেলে নেমে এসেছে যা প্রাক-সঙ্কট স্তরেরও নীচে রয়েছে। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ