Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অযোগ্য’ ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

আর্টিজান চার্টার্ড অ্যাকাউনটেন্ট : লা মেরিডিয়ানের নিরীক্ষা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

 বিধিবর্হিভূতভাবে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির চেষ্টা করা বেস্ট হোল্ডিংস লিমিটেডের (লা মেরিডিয়ানকে) নিরীক্ষার কাজ করে দেয়া আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে ‘অযোগ্য’ বিবেচনায় করে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভ‚ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষায় নিয়োজিত অডিট ফার্মের তালিকা থেকে ৩৬টি ফার্মকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে। যারা এখন থেকে আর কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোনো অডিট বা নিরীক্ষা করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেছেন, ‘অযোগ্য বিবেচনা করে’ ওই অডিট ফার্মকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করতে হয়। এরপর তা বাইরের কোনো নিরীক্ষক ফার্মকে দিয়ে নিরীক্ষা করাতে হয়। সেজন্য বাংলাদেশ ব্যাংকের যোগ্য অডিট ফার্মের মধ্যে কোন একটিকে সেই নিরীক্ষার দায়িত্ব দিতে হয়। তালিকাভুক্ত অডিট ফার্ম ব্যাংকের বার্ষিক হিসাব বিবরণী নিরীক্ষার পাশাপাশি নগদ সহায়তা ছাড়ের অনাপত্তিপত্র দিয়ে থাকে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সব ধরনের নিয়ম পরিপালন করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করেছে কিনা বা নগদ সহায়তা ছাড় করছে কিনা, তা দেখার দায়িত্ব এসব অডিট ফার্মের। সেজন্য এসব অডিট ফার্ম একটি ফি পায়। কোনো অডিট ফার্ম ঠিকমতো দায়িত্ব পালন না করলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র মতে, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) তালিকাভুক্ত মোট ১৭৩ অডিট ফার্মের মধ্যে ৭৫টি বাংলাদেশ ব্যাংকের ২০১৭ সালের যোগ্য অডিট ফার্মের তালিকায় ছিল। এখান থেকে সম্প্রতি ‘অযোগ্য বিবেচনা করে’ ৩৬টি অডিট ফার্মকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আর নতুন করে দুটি যোগ্য বিবেচিত হওয়ায় বর্তমানে ৪১টি অডিট ফার্ম যোগ্য বিবেচিত হয়েছে, তাদের একটি তালিকা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, বেসরকারি মালিকানাধীন কোম্পানি লা মেরিডিয়ান। অথচ ‘সরকারি মালিকানার তকমা’ দিয়ে বিধিবর্হিভূতভাবে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুটের অভিনব এক আয়োজন সম্পন্ন করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লা মেরিডিয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ