পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার ঃ রমজানকে আরও উৎসবমুখরভাবে পালন করতে রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ান ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নয় দিনব্যাপী আরবি খাদ্য উৎসব আয়োজন করেছে। এ উৎসবে বুফে ইফতার ও ডিনার প্রস্তুত করার জন্য মিশরের শেরাটন কায়রো হোটেল এবং ক্যাসিনোর শেফ ইসাম সালেহকে অতিথি শেফ হিসেবে নিয়ে এসেছে হোটেলটি।
বাংলাদেশে এই প্রথম মিশরের একজন অতিথি শেফকে রমজানে আরবের খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিরা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত জনপ্রতি ৪,৫০০ টাকায় ইফতার ও ডিনার উপভোগ করতে পারবেন। ফেস্টিভাল চলাকালে বিভিন্ন সহযোগী ব্যাংক এবং মোবাইল গ্রাহকরা ১৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া মাস্টার কার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ‘একটির সাথে আরেকটি ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।