পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঈদের খুশিতে মাংসের নানা খাবারের মাঝে ভিন্নতা আনতে লা মেরিডিয়ান ঢাকার আয়োজনে থাকছে নানান স্বাদের সীফুডের সমারাহ। সী-ফুড উৎসবের এই আয়োজ এসে আপনার খাবারের তালিকায় আপনিও বেছে নিতে পারেন সী-ফুডের ভিন্নধর্মী স্বাদ। স্প্যানিশ সীফুড পায়ালা, মিশরীয় মাছের কোফতা, লেবাননের লাল স্ন্যাপার তাহিনী, ফ্রেঞ্চ বুলাবেইস এর মত অসংখ্য মজাদার ‘সী-ফুড’ নিয়ে সমারাহ থাকছে এই উৎসবে। আগামী ১৫ থেকে ১৭ তারিখ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.০০টা পর্যন্ত সী-ফুডের নানান ধরনের স্বাদ উপভোগ করতে খরচ হবে প্রতি ব্যাক্তির জন্য ৩২০০ টাকা মাত্র। এছাড়াও অতিথিরা স্বাদ নিতে পারবেন মরক্কোর কালামারি এবং শুকনো এপ্রিকোট দিয়ে চিংড়ির ত্যাজিন, ইতালীয় পদ্ধতিতে তৈরি জাফরান সস দিয়ে গলদা চিংড়ি, তিউনিসিয়ার হ্যারিসার স্বাদে ভাজা মাছ। রবি ও প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্যে থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।