Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিন ইস্যু সমাধান না হলে ইসরাইলকে স্বীকৃতি নয় : কুরেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইসরাইলের বিষয়ে অবস্থান স্পষ্ট করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে কোনও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করবে না এবং স্বীকৃতি দেবে না। সোমবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শেষে পাকিস্তানে ফিরে মুলতানে সাংবাদিকদের কাছে কুরেশি নিজেই এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি জানিয়েছেন, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের বক্তব্য তিনি শুনেছেন। সঙ্গে এ-ও বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী ও পরিপূর্ণ সমাধান হওয়ার আগে ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো পরিস্থিতিতেই পাকিস্তান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। প্রধানমন্ত্রী এটি বলেছেন। আমি বক্তব্যটি স্পষ্ট করলাম। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে। আমাদের ওপর কোনো চাপ নেই এবং ছিলও না।’ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পাকিস্তানের স্বার্থকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং সে ক্ষেত্রে চাপের কাছে নতি স্বীকার করা হয় না। আমাদের একটি নীতি আছে এবং আমরা এতে অবিচল আছি।’ সংযুক্ত আরব আমিরাত সফরের অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় ভারত প্রসঙ্গও উঠে আসে। ডন।

 



 

Show all comments
  • esha kha ২৮ ডিসেম্বর, ২০২০, ৮:০৩ এএম says : 0
    millions times right thing to do.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ