Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে : পুতিন

বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর-এর ভ‚য়সী প্রশংসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে পদক্ষেপ নিয়েছে অবিলম্বে তার জবাব দেয়ার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি সোমবার মস্কোয় এক বক্তব্যে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পুতিন বলেন, ন্যাটোর এ পদক্ষেপের জবাবে রাশিয়ার পশ্চিম সীমান্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ভরে ফেলতে হবে এমন কোনো কথা নেই। তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সীমান্তে এ ধরনের অস্ত্র মোতায়েনের যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে জবাব দেয়ার জন্য তিনি মস্কোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। রাশিয়া সব সময় সেদেশের সীমান্তের কাছে ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্রবাহী রণতরীর আনাগোনার ব্যাপারে সতর্ক করে এসেছে। আমেরিকা ও রাশিয়া এখন থেকে ১০ বছর আগে তাদের কৌশলগত অস্ত্র সংখা কমানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে যা নয়া স্টার্ট চুক্তি হিসেবে পরিচিতি পায়।ওই চুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নবায়ন করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি নবায়নের প্রস্তাব দিয়েছেন। অপরদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় রকম সাইবার হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর-এর ভ‚য়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি এ সংস্থার কাজের প্রতি তার ব্যক্তিগত সমর্থন প্রকাশ করেন। রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থার এসভিআরের প্রধান কার্যালয় ক্রেমলিনে। সেখানে এর শততম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। তিনি হ্যাকিংয়ের উল্লেখ না করেই এই এজেন্সির প্রশংসা করেন রাশিয়াকে সুরক্ষিত রাখার জন্য। সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবি’র একজন এজেন্ট পুতিন নিজে। তিনি এদিন কোনো হ্যাট ছাড়াই এসভিআরের প্রধান কার্যালয়ের সামনে ফ্রিজিং তাপমাত্রায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন। বলেন, যারা বাইরের এবং অভ্যন্তরীণ হুমকি থেকে রাশিয়াকে সুরক্ষিত রাখছেন, দেশের মানুষকে সুরক্ষিত রাখছেন, দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াচ্ছেন, রক্ষা করছেন জাতীয় স্বার্থ তাদের সবার সফলতা কামনা করি। এসব মানুষের পুরো জীবনের লক্ষ্য ছিল, আছে এবং হবে দেশমাতৃকার নিরাপত্তা ও মঙ্গল। তিনি আরো বলেন, সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হবে তথ্য নিরাপত্তায়। রাশিয়ান গোয়েন্দা সংস্থায় যেসব তরুণ নতুন স্টাফ যোগ দিয়েছেন তাদের প্রশংসা করেন তিনি। ধারণা করা হয় এসব তরুণদের মধ্যে অনেকে হ্যাকিংয়ে দক্ষতাসম্পন্ন। পুতিন বলেন, যারা স¤প্রতি এই পেশা বেছে নিয়েছেন, তারা এটাকে ঝুঁকির জেনেও এ পেশায় এসেছেন। এ জন্য তাদেরকে অভিনন্দন জানাই। তাস, আরটি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ