মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুরে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি হাতিকে সজোরে ধাক্কা মেরে এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটির প‚র্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার হাতিবাড়ি ও মানেসর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে যায় পুরী-সুরাট এক্সপ্রেস। জানা গেছে, দুর্ঘটনার জেরে ট্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে। ভারতের প‚র্ব উপক‚ল রেল জানিয়েছে, সকালে হাতিবাড়ি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর লাইনে দাঁড়িয়ে থাকা একটি হাতির সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে ট্রেনের চালক ট্রেন থামানোর জন্য ব্রেক কষে। অবশ্য ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। আর স্থানটি হাতি চলাচলের করিডোর হিসেবে আগে থেকেই পরিচিত। ট্রেন, চালক এবং যাত্রীরা সবাই নিরাপদ বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।