Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমনে গতকাল মঙ্গলবার ভোরে মোহাম্মদ আব্দুর রশিদ (৬০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় বন্য হাতির দল ভোরে খাদ্যের সন্ধানে পাশের পাহাড় থেকে নেমে লোকালয়ে চলে আসে।
দিনমজুর আব্দুর রশিদের ভিটায় বিভিন্ন গাছপালা ভেঙে ফেলে এবং ব্যাপক তান্ডব চালায়। এসময় তিনি বন্য হাতির দলকে প্রতিরোধের চেষ্টা চালালে একটি বন্য হাতি সামনে থেকে আক্রমন চালিয়ে পায়ে পৃষ্ট করে ঘটনাস্থলে দিনমজুরের মৃত্যু হয়। তান্ডব চালিয়ে পরে বন্য হাতিগুলো ফের বনে ফিরে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ