বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারের মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া আবু হানিফা (৬০) নামের এক মাঝির সন্ধান মিলেনি। নিখোঁজ হওয়ার আবু হানিফা মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
আড়াইহাজারের খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার সকাল ৮টার দিকে আবু হানিফার নৌকা ভাড়া নিয়ে দুই জন লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ যাওয়ার পরপরই বড় একটি ট্রলার মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি আবু হানিফা নদীতে পড়ে যায়। এর পর তারা নিজেরাই খুজঁতে থাকে। না পেয়ে মঙ্গলবার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দিনভর চেস্টা চালায়। পরে বিকালে ডুবুরি দিয়েও নিখোঁজ আবু হানিফার সন্ধান পায়নি। তাদের চেস্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, ধাক্কা দিয়ে ট্রলারটি পালিয়ে যায়।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: শাহজাহান জানান, আমারা নিখোঁজ ব্যাক্তিকে খুজেঁ বের করার চেস্টা চালাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।