Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা নিলেন জো বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১০:২১ এএম

ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে স্থানীয় সময় সোমবার এই টিকা নেন তিনি। টেলিভিশনে বাইডেনের টিকা নেওয়ার মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হয়। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

টিকা নেওয়ার পর জো বাইডেন বলেছেন, তিনি এই টিকা নিয়েছেন মানুষকে দেখানোর জন্য যে ‘এটি নিরাপদ’।

ট্রাম্প প্রশাসনের প্রশংসা করে বাইডেন বলেন, ‘টিকাদান কর্মসূচির জন্য ট্রাম্প প্রশাসন কিছু প্রশংসার দাবিদার।’

এদিকে, জো বাইডেনের আগেই তাঁর স্ত্রী জিল বাইডেন টিকা নিয়েছেন। সোমবার দিনের শুরুতেই টিকা নেন তিনি। এ ছাড়া বাইডেন জানিয়েছেন, তাঁর রানিং মেট কমলা হ্যারিস ও তাঁর স্বামী আগামী সপ্তাহে টিকা নেবেন।

এ ছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকার ডোজ নিয়েছেন।

এদিকে গত অক্টোবরে করোনায় আক্রান্ত হয়ে তিনদিন হাসপাতালে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে টিকা নেবেন এ ব্যাপারে কিছু জানাননি।

এর আগে এক টুইটবার্তায় ট্রাম্প লিখেছিলেন, ‘আমি ভ্যাকসিন নেওয়ার জন্য দিন নির্ধারণ করিনি। উপযুক্ত সময়ে আমি ভ্যাকসিন নেব।’

ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা দাবি করছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ট্রাম্প যে চিকিৎসা নিয়েছেন, এর মাধ্যমে এখনো তিনি করোনা থেকে সুরক্ষিত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ