Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুকাশেঙ্কোর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ বেলারুশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

বিতর্কিত নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়া বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে রোববার বিক্ষোভ করেছে হাজারো মানুষ। রাজধানী মিনস্কের বিভিন্ন জায়গায় ডজনখানেক থেকে শুরু করে শতাধিক মানুষ তার পদত্যাগের দাবিতে স্লােগান দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থানের কারণে এভাবে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। দ্য ভিয়াসনা মানবাধিকার সংগঠন বলছে, মিনস্ক ও অন্যান্য শহরে ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিভিন্ন সড়ক পাহারা দিয়েছে পুলিশ প্রশিক্ষিত কুকুর। এছাড়া বিভিন্ন জায়গায় সেনাসদস্য ও জলকামান মোতায়েন করেছে কর্তৃপক্ষ। গত আগস্টের বিতর্কিত নির্বাচনে ষষ্ঠ মেয়াদে লুকাশেঙ্কোর জয়ের পর থেকেই আধুনিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়ে বেলারুশ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ