মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেলারুশে প্রেসিডেন্ট আলেকজান্দ্রো লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ থেকে শুধু রবিবারেই ১ হাজার জনকে আটক করা হয়েছে বলে দেশটির মানবাধিকার সংস্থা ভিয়াসনার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সর্বমোট ২৫ হাজার নাগরিককে আটক করা হয়েছে, এমন তথ্য জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠানটি। সরকারি বাহিনীর আক্রমণ থেকে সাংবাদিকরা পর্যন্ত রেহাই পাচ্ছে না বলে জানা গিয়েছে। দেশটির সাংবাদিকদের ইউনিয়ন থেকে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জন সংবাদকর্মী রয়েছেন। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত ১৪ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নিজেকে নির্বাচিত ঘোষণা করে ক্ষমতা আঁকড়ে রয়েছেন। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ২৬ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। নিরাপত্তাবাহিনীর প্রহারের ফলে রোমান বান্দারেনেকো নামের এক ব্যক্তি রাজধানী মিনস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবারের বিক্ষোভ আরও চরম আকার ধারণ করে ৩১ বছর বয়সী এ বিক্ষোভকারীর মৃত্যুর খবর শুনে। এসব ঘটনায় বিভিন্ন আান্তর্জাতিক গোষ্ঠী নিন্দা জানিয়ে আসছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।