পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অবশেষে নীতিগত অনুমোদন দিচ্ছে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবটি উপস্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্য্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হতে পারে। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রস্তাবে বলা হয়েছে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন হচ্ছে। যা আপাতত কৃষি, পশু ও মৎস্য বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করবে। তবে ঠিক কবে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হচ্ছে না। আরো কিছু প্রক্রিয়া বাকী আছে। বলা হয়েছে, কুড়িগ্রামের পছন্দসই কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হবে।
চলতি বছরের ৪মে গণভবন থেকে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুড়িগ্রামে একটি কৃষি বিশ্বদ্যিালয় প্রতিষ্ঠা করা হবে। এটি আমার আইডিয়া। আমি বলেছি, হয়ে যাবে। এ নিয়ে আইন পাস করে দেব আমরা। চিলমারী বন্দরের কাজ আমরা শুরু করেছি। করোনার কারণে কাজ আটকে আছে। এ ছাড়া নদীগুলো ড্রেজিং করা হবে। কুড়িগ্রামের উন্নয়নে অনেক প্ল্যান নেওয়া আছে। আমি চাই কুড়িগ্রামের মানুষ ভালো থাকুক। আর মঙ্গা যেন কুড়িগ্রামে ফেরত না আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।