বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈসালে সাওয়াব মাহফিল আজ (সোমবার) জকিগঞ্জে বালাউট ছাহেববাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। প্রখ্যাত বুযুর্গ, উস্তাজুল উলামা শাহ-সূফী আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (র.)-এর ২য় বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল। মাহফিল উপলক্ষ্যে ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। মুসলিম জনতাকে বরণ করতে প্রস্তুত হয়েছে বালাউট ছাহেব বাড়ী সংলগ্ন বিশাল মাঠ। সকাল ১০টায় আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচি হলো খতমে বুখারী, খতমেখাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে তাশরীফ আনবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী ছাহেব জাদাগন, শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাবেক অধ্যক্ষ ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, মৌকারা দরবার শরীফ এর পীর ছাহেব আমিরুস সালিকিন আল্লামা নেছার উদ্দীন ওয়ালী উল্লাহি, ফান্দাউক দরবার শরীফ এর পীর ছাহেব আল্লামা সাইয়্যিদ ছালেহ আহমদ মামুন আল হুসাইনি, দৈনিক ইনকিলাব এর নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমীন খান এছাড়া প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত হবেন। মাহফিলকে সফল করতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।