নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রায় দেড়শ’ শাটলারের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রোববার পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, এমপি। তথ্য কমিশনার ও ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, পৃষ্ঠপোষক ইভ্যালির এক্সিকিউটিভ ডিরেক্টর এহসান সরোয়ার চৌধুরী, সহ-পৃষ্ঠপোষক বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিষ্ট্রেশন মেজর রুহুল আমিন (অব.) এবং নগদ এর ডিরেক্টর রিয়াজুল হোসেন। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে পাঁচটি ইভেন্টে ১১৩ জন পুরুষ ও ২৯ জন নারী শাটলার অংশ নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।