Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাকসিন নিলে মেয়েদের দাড়ি গজাতে পারে -বলসোনারো!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ৪:০২ পিএম

করোনা মহামারির বিরুদ্ধে পদক্ষেপ নিতে অবহেলা দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। এবার ভ্যাকসিনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেও ভ্যাকসিন নেবেন না, অন্য কেউ নিক, সেটাও চাইছেন না!

শনিবার ফাইজারের ভ্যকাসিন নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভ্যাকসিন নিতে হলে নিজের দায়িত্বে নেবেন। ভ্যাকসিন নেয়ার পরে মহিলাদের দাড়ি-গোঁফ গজালে, পুরুষের মহিলা কণ্ঠ হলে কিংবা কেউ কুমির বা সুপার হিউম্যান গোছের কিছু হয়ে গেলে কিন্তু সরকার তার দায় নেবে না! এটা শুরুতেই স্পষ্ট করে দেয়া ভাল।”

ব্রাজিলে এই মুহূর্তে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে ফাইজার। তাই বোলসোনারোর এমন ভিত্তিহীন কথায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে। বেশির ভাগই অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। বোলসানোরো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি কিছুতেই ভ্যাকসিন নেবেন না। তার যুক্তি— “আমার তো করোনা হয়েই গিয়েছে। সেরে উঠেছি। অ্যান্টিবডি যখন আছেই, তখন বাইরে থেকে ভ্যাকসিন নেয়ার কি দরকার?” সূত্র: বিজনেস ইনসাইডার।



 

Show all comments
  • Khalil Rahman ২০ ডিসেম্বর, ২০২০, ৬:০৬ পিএম says : 0
    মস্তিস্ক খারাপ আছে। তবে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। তবে মেয়েদের দাড়ি গোফ গজাবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ