মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের ক্ষেত্রে খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের (এফডিএ) অনুমোদন পেয়েছে মডার্নার কোভিড-১৯ টিকা। ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদিত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত এল।
দ্বিতীয় এ টিকাকে অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রে শিগগিরই করোনাভাইরাসের আরও কয়েক লাখ ডোজ প্রতিষেধক বিতরণের পথ সৃষ্টি হল বলে জানিয়েছে বিবিসি। প্রাণঘাতী করোনাভাইরাসে পৌনে দুই কোটি আক্রান্ত ও ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু। যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। অনুমোদন পাওয়ায় মডার্নার টিকার প্রয়োগও চলতি সপ্তাহ থেকে শুরু হতে পারে।
মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিনকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলার পর বৃহস্পতিবার এফডিএ’র বিশেষজ্ঞরা টিকাটিকে অনুমোদন দিতে সুপারিশ করেছিল। তার ভিত্তিতেই শুক্রবার এফডিএ যুক্তরাষ্ট্রে টিকাটি প্রয়োগে চ‚ড়ান্ত ছাড়পত্র দেয়। মডার্নার টিকা সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় (মাইনাস ২ থেকে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস) ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে ৬ মাস। যে কারণে এটি বিতরণ ফাইজারের টিকার তুলনায় বেশি সহজ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মত হয়েছে; এর মধ্যে ৬০ লাখ ডোজ এখনই প্রস্তুত এবং বলা মাত্রই তা সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এফডিএ’র কমিশনার স্টিফের হান বলেছেন, মডার্নার ভ্যাকসিনকে জরুরি অনুমোদন দেওয়ার মাধ্যমে বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হল।
এদিকে, ভ্যাকসিন নেয়ার কয়েক ঘণ্টা পরে সাংবাদিক সম্মেলনে এসে অজ্ঞান হয়ে গেলেন এক মার্কিন তরুণী! তিনি দক্ষিণ-পূর্ব আমেরিকার টেনেসসি প্রদেশের এক হাসপাতালের হেড নার্স। মার্কিন মুলুকে ফাইজার ভ্যাকসিনের শুরুতে যাঁদের টিকা দেয়া হয়েছে তাঁদেরই অন্যতম টিফানি ডোভার নামের ওই নার্স। ঠিক কী ঘটেছিল? সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। আচমকাই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করেন ডাক্তাররা।
অজ্ঞান হওয়ার কিছুক্ষণ আগেই তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মাথা ঘুরছে’। তবে এখন তিনি সুস্থই রয়েছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই এই অবস্থা? সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের হেড নার্স টিফানি অবশ্য জানাচ্ছেন, ব্যাপারটা তা নয়। তার কথায়, ‘আমার সঙ্গে এমন হওয়ার ইতিহাস রয়েছে। আগেও সামান্য কারণে ব্যথা পেলেই অজ্ঞান হয়ে গিয়েছি। নিজের পায়ের আঙুলের চাপ লাগলেও এমন হয়েছে’। জরুরি ভিত্তিতে ফাইজার কোভিড ভ্যাকসিন দেওয়ার অনুমতি দেয়া হয়েছে আমেরিকায়। ১৬ বছর বা তার বেশি বয়সিদের এই ভ্যাকসিন দেয়া যাবে। এফডিএ-র তরফে এই ঘোষণার পরেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যেই এই টিকাকরণ শুরু হয়ে যাবে। সেই সঙ্গে তিনি এও জানান, সমস্ত মার্কিন নাগরিককে এ ভ্যাকসিন দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। কেবল ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনই নয়, দ্বিতীয় টিকা হিসেবে মডার্নাকেও অনুমতি দিয়েছে আমেরিকা। সূত্র : রয়টার্স, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।