Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা

আহত ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর শাহবাগে মৎস্য ভবনের সামনে আসামিসহ ভিকটিমকে নিয়ে আদালতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ভাষানটেক থানার লেগুনা পিকআপটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়। এতে পুলিশের পিকআপ-এ থাকা ভিকটিমসহ তিনজন সামান্য আহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে শাহবাগ মৎস্য ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

ভাষানটেক থানার এসআই আনোয়ার হোসেন বলেন, থানা থেকে একটি মামলার ভিকটিম ও আসামিকে নিয়ে আদালতের দিকে রওনা হই। আমাদের লেগুনা পিকআপটি যখন মৎস্য ভবন অতিক্রম করছিল তখনই একটি মাইক্রোবাসের ধাক্কায় পিকআপের সামনের অংশটা উঠে যায়। এতে গাড়িতে থাকা আমাদের ভিকটিম আহত হয়। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় সেলাই পড়ছে। আসামিসহ আমরা দুই একজন সামান্য আহত হয়েছি। সেই মাইক্রোবাসটি ও তার চালক শাহবাগ থানায় বর্তমানে আছে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ জানান, মৎস্য ভবনের সামনে একটি মাইক্রোবাস পুলিশের একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপ এর সামনের দিকে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই মাইক্রোবাস জব্দসহ চালককে আটক করে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ