Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লকডাউনেও থামেনি সংক্রমণ জার্মানিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

জার্মানিতে লকডাউনের কঠোরতার মধ্যেও বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। প্রথম ঢেউয়ের থেকেও অধিক শক্তিশালী করোনার দ্বিতীয় ঢেউ। এমন পরিস্থিতিতে সাধারণ জার্মানদের মত শঙ্কিত প্রবাসীরাও। বড়দিনের পরই, আগামী ২৭ ডিসেম্বর থেকেই দেশটিতে শুরু হচ্ছে করোনার টিকা দান কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে ৮০ বছরের বেশী প্রবীণসহ, তাদের সেবাদানকারীদের টিকা দেওয়া হবে। জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা বিএনটি১৬২ন২ -কেই এগিয়ে রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকার খবরে খুশি সাধারণ মানুষ। স্থানীয় এক স্বাস্থ্যকর্মী বলেন, টিকা কার্যক্রম শুরু করাটা একদম সঠিক সিদ্ধান্ত। আমি স্বাগত জানাই। যেহেতু আমি নিজেই স্বাস্থ্যসেবায় কর্মরত আছি, আমি জানি করোনার কি ভয়াবহ অবস্থা। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নাই। প্রবীণদের আবাসস্থলে ভ্যাকসিনেশন
শুরু হলে মৃতের সংখ্যা কমে
আসবে। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ