বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে এক ব্যবসায়ীকে হত্যার পর লাশ সাগরপাড়ে ফেলে দেয়া হয়েছে। শনিবার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। খুনের শিকার মো. আলমগীর হোসেনের (৪৫) বাসা ইপিজেড থানার খেজুরতলা এলাকায়। তিনি ইট, বালু, সিমেন্ট সরবরাহের ব্যবসা করতেন বলে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
তিনি জানান, তার বাড়ির অদূরে সিটি আউটার রিং রোডের পাশে বঙ্গোপসাগরের পাড় থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়।
আলমগীরের পরিবারের সদস্যরা জানিয়েছেন শুক্রবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। শনিবার সকালে সাগর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। পুলিশ জানায় প্রাথমিকভাবে ব্যবসা নিয়ে বিরোধে খুনের ঘটনা বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।