Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এক সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ২:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয় চার্লস ওয়ালার নামের এক সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় একটি আদালতে এই রায় দেওয়া হয়। ধর্ষণ ছাড়াও অপহরণ, বিদেশী অনুপ্রবেশের সহায়তার মামলায় দোষী সাব্যস্ত হন ওয়ালার। আর এই সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৮৯৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, ৬০ বছর বয়সী ওয়ালার গত ১৫ বছর ধরেই কারাগারে রয়েছেন। জীবনের বাকি সময়গুলোও তার এই কারাগারেই কাটাতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য আভিস বেয়ারি বলেন, ওয়ালার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অনেক নারীকে ধর্ষণ করেছে। অনেক সময় সে বাড়িতে ঢুকে যেত এবং জোর করে ধর্ষণ করতো। এছাড়া সে মাঝে মাঝে চুরিও করতো। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ