Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে ভ্রাম্যমান আদালতে ১১ জনের কারাদন্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ২:৪৫ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২১ এপ্রিল বুধবার র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে জগৎপুরা বালুঘাট থেকে বালু বিক্রির সময় ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া ০৪টি বেকু ও ৫ টি ট্রাক জব্দ করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হলো উপজেলার ছাব্বিশা গ্রামের আরশেদ আলীর ছেলে এনামুল ( ৪৭), তাহাছান মিয়ার ছেলে ছানা (৪৯), হায়দর আলীর ছেলে হাফিজুর (৩২), বাবলু মিয়ার ছেলে বিল্পব হোসেন (২৮), জগৎপুরা গ্রামের পাঠান আলী খানের ছেলে ওয়াসিম খান (৪০), পাঠান খানের ছেলে আরমান খান (৩৫), রসুনা গ্রামের খোকনের ছেলে ইমতিয়াজ (২৭), নলিন গ্রামের জুরান আলীর ছেলে নুরুল ইসলাম (৩২), কুঠিবয়ড়া গ্রামের আকাব্বরের ছেলে ছালাম সরকার (২৪),বাগবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), একই গ্রামের কাদেরের ছেলে আপেল (৩২), এবং এ সময়ে তাদের নিকট থেকে নগদ ৪৪ হাজার ৭৬২ টাকা জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব ১২’র কোম্পানী কমান্ডার ( ভারপ্রাপ্ত) এরশাদুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ