Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার নৌকার টিকেট পেলেন আওয়ামী নেতা আতাউর খান

গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ৭:৩৭ পিএম

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি ৬১ টি পৌর সভার ভোট গ্রহণ হবে। সেই তালিকায় রয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা। আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগ পৌরসভার প্রার্থীদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। আর সেই তালিকায় কাঁকনহাট পৌর সভার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকেট পেলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম আতাউর রহমান খান। শুক্রবার সন্ধ্যায় একেএম আতাউর রহমান খান নিজেই এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

এই পৌর সভার বর্তমান মেয়র মো: আব্দুল মজিদ গত নির্বাচনে নৌকার টেকেট নিয়ে বিজয়ী লাভ করেন। এবার তার বিরুদ্ধে বিভিন্ন কাজের দুর্নীতি উঠে। এছাড়াও তিনি বিএনপি হতে আওয়ামীলীগে যোগদান করাই হাইব্রীড নেতা হিসেবে চিহিৃত হন। তিনি উপজেলা বিএনপির সভপতি, আহ্বায়ক হিসেবে ২যুগ দায়িতাব পালন করেছেন। ওই সময় তিনি মরহুম ব্যারিষ্টার আমিনুল হকের ডান হাত হিসেবে কাজ করেছিলেন। এবার দলীয় মনোনয়নের জন্য উপজেলা ও পৌরসভার দলীয় প্যানেল তৈরী করে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছে প্রার্থীদের নাম পাঠানের জন্য বলা হলেও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের প্রবীন এই নেতার নাম পাঠানো হয়নি। তবে এসব কিছুকে জয় করে পৌর নির্বাচনে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন লাভ করেছেন। এই খবরে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। ফেসবুকে দলীয় মনোনয়নের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন। এর আগে তিনি ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন। এছাড়াও তিনি উপজেলার রিশিকুল ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতি করায় রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা ছাড়াও গুরুত্বপূর্ণ পদে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ