Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে অভিনব প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ থেকে সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ৬:১৯ পিএম

গোপালগঞ্জে অভিনব প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। এরা দেশের বিভিন্ন ব্যাংক ও পোষ্টঅফিসে গ্রাহক বেশে প্রবেশ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে টাকা লুটে নিচ্ছিল। গোপালগঞ্জ থানার পুলিশ শুক্রবার বিকেলে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করে।

গ্রেফতারকৃত প্রতারকরা হল, বরিশালের মূলাদি উপজেলার উত্তর পাতারচর গ্রামের মাওলানা আব্দুল হাই তালুকদারের ছেলে মোঃ রেদোয়ান তালুকদার (৪০) ও খুলনার রূপসা উপজেলার দেয়ারা পশ্চিমপাড়ার রব শেখের ছেলে মোঃ আবিদুল হাসান ওরফে মিন্টু শেখ (৪৫)।

গোপালগঞ্জ থানার মামলার বিবরণে জানাগেছে,গত ৬ সেপ্টেম্বর গোপালগঞ্জ প্রধান ডাকঘরে মেয়াদপূর্তির পর সঞ্চয়পত্রের ১০ লাখ টাকা ও মুনাফা তুলতে যান গ্রাহক হেমলতা বিশ্বাস (৫৫) ও তার স্বামী সুরেশ চন্দ্র বিশ্বাস (৬৬)। তারা ক্যাশ-কাউন্টার থেকে মূল টাকা ১০ লাখ হাতে পেয়ে ব্যাগে রাখার পর মুনাফার জন্য দাড়িয়ে থাকা অবস্থায় এই প্রতারকচক্রের কয়েক সদস্য তাদেরকে ঘিরে রেখে পায়ের উপর কিছু খুচরা টাকা ছড়িয়ে দেয়। এসময় পায়ের উপর ছড়ানো টাকার দিকে মনযোগ দিতেই প্রতারকচক্র কাউন্টারের উপর রাখা ওই ১০ লাখ টাকা ব্যাগ নিয়ে দ্রæত পালিয়ে যায়। পরে ১ অক্টোবর সুরেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা (নং ০৩) দায়ের করেন।

গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যার যার বাড়িতে পৃথকভাবে অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এরা চট্টগ্রামের বাশখালিতে ইসলামী ব্যাংক, জামালপুরের সোনালী ব্যাংক, রংপুরের আল-আরাফা ব্যাংক, রাজশাহীর অগ্রণী ব্যাংক ও গোপালগঞ্জ পোষ্ট-অফিস সহ দেশের বিভিন্ন ব্যাংক ও পোষ্টঅফিসে এ ধরণের প্রতারণা চালিয়ে অন্তত ২ কোটি টাকা লুটে নিয়েছে। ওইসব স্থানেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এই প্রথমবার তারা ধরা পড়ল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ