সউদী আরবে
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকা প্রয়োগ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সউদী আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা।
এদিকে, সউদী আরবের আল-আখবারিয়া টিভিতে সম্প্রচারিত এক ভিডিও থেকে দেখা যাচ্ছে, রাজধানী রিয়াদের একটি হাসপাতালে একজন নারী এবং পুরুষ
করোনা টিকা শরীরে নিচ্ছেন।
এর ফলে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের টিকার ডোজ পেলো সউদী। এর আগে, গত বুধবার (১৬ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের করনা টিকার চালান সউদী আরবে এসে পৌঁছায়।
অন্যদিকে, একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাগরিকদের
করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে সউদী আরবের সরকার। সেই অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টায় দেড় লাখ মানুষ টিকা পাওয়ার আবেদন করেছেন - বলে জানিয়েছে সউদী আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে, মোট তিন ধাপে
করোনা টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সউদী সরকার। প্রথম ধাপে ৬৫'র বেশি বয়সী,
করোনার ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মী এবং দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন এমন নাগরিকরা
করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।
সউদীর জনসংখ্যা প্রায় ৩ কোটি ৪০ লাখ। দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ
করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার মানুষের। আল-জাজিরা