Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহমদ শফীকে হত্যার অভিযোগে মামলা : সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৯:২৪ পিএম

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফী (রহ)-কে হত্যার অভিযোগে সংগঠনের ৩৬ নেতা-কর্মীকে আসামি করে নালিশি মামলা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে মামলাটি করেন আল্লামা শফীর শ্যালক মো. মঈনুদ্দীন। এর প্রেক্ষিতে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মামলার আসামিরা সবাই হেফাজত ইসলামের নেতা-কর্মী। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, সহকারী মহাসচিব হাবিব উল্লাহ, সহকারী অর্থ সম্পাদক আহসান উল্লাহ, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী (খাদেম) এনামুল হাসান ফারুকীসহ ৩৬ জনকে আসামি করা হয়।

এই মামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা। এ বিষয়ে গাজী মিজানুর রহমান নামে একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেন, ‘আল্লামা শফী হজুরের যদি এমন নিউজ জানার সুযোগ থাকতো, তাহলে তিনি লজ্জিত হতেন! আল্লাহ আপনি হুজুরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।’

আবদুর রহিম সাদ লিখেন, ‘পুরো কওমী অঙ্গন যানে, আহমাদ শফী রহ: এর মৃত্যু কীভাবে হয়েছে। যারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য এমন মিথ্যা অপবাদ দিচ্ছে বা মিথ্যা মামলা দিচ্ছে, তাদের শেষ পরিণতি কি হবে! আল্লাহ তায়ালাই ভালো জানেন। তবে ইতিহাসের পাতায় তাদের নাম মির্জাফর, লোভী, বিশ্বাস ঘাতকদের নামের পাশেই থাকবে।’

এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এমডি রাসেল আহমেদ নামে একজন ফেইসবুক ব্যবহারকারী। তিনি বলছেন, ‘মামুনুল হককে কোনভাবেই দমানো যাবে না। কারণ সত্যের জয় হবেই। আমরা বিশ্বাস করি আল্লাহ মামুনুল হককে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। আল্লাহ মামুনুল হকের হায়াতকে বাড়িয়ে দিন।’

‘প্র‌য়োজ‌নে অপ্র‌য়োজ‌নে যারা মামলা ক‌রে, আইন আদাল‌তের সময় নষ্ট ক‌রে; এদেরকেও ক‌ঠোর আইনের আওতায় আনা উচিত’ বলে মনে করেন শাজাহান শায়েফ।

এমডি জাহিদ লিখেন, ‘আল্লামা শফী হাসপাতালে যখন মৃত্যুবরণ করেছিলেন, ডাক্তার এমন কোন কথা বলেন নাই যে, তাকে নির্যাতন করা হয়েছে।’

‘ভাস্কর্য বিরোধী অবস্থান থেকে হেফাজত ইসলামকে দূরে রাখতে মানসিক চাপ প্রয়োগের কৌশল মাত্র।’ - জামাল হোসেনের মন্তব্য।

মাহবুব খানের প্রশ্ন, ‘আহমদ শফীর এতো ছেলে,মেয়ে থাকতে শালাবাবু মামলা করলো কেন?’

নীল নির্ঝর লিখেন, ‘হাটহাজারী মাদ্রাসায় সেদিন ঘটে যাওয়া ঘটনাবলী ও উনার মৃত্যু পুরোটাই রহস্যজনক। তখনই পূর্ণ তদন্ত হওয়া উচিৎ ছিলো।’

নীরা হক লিখেন, ‘মামলা যেহেতু হয়েছে, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হোক এবং বিষয়গুলো জাতির কাছে স্পষ্ট হোক; আমরা সেটাই চাচ্ছি।’



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ১৭ ডিসেম্বর, ২০২০, ৯:৫৯ পিএম says : 0
    উনাকে হত্যা কেন করবে ।বেকবাস কথা সরকার হেফাজতকে বিভিন্ন ভাবে বিভক্ত করতে এই পলিছি।যদি হেফাজতের (মুখ )থাকে তবে এই গুলি নিয়ে সামনে যাবে না ।মুখ কথাটা হইল আরবি ভাষায় যদি (জ্ঞান )থাকে তবে সামনে যাবে না।সরকার চাইতেছে হেফাজত কে খনডে খনডে করার জন্য। সাবধান সাবধান সাবধান।
    Total Reply(0) Reply
  • মোঃ দুলাল মিয়া ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:০০ পিএম says : 0
    সাবধান
    Total Reply(0) Reply
  • Md.Altaf Hossain ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:০৬ পিএম says : 0
    আল্লামা মামুনুল হককে দমানোর জন্য এবং হেফাজতের মধ্য একটা বিশৃঙ্খলা তৈরী করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আলেমদের মধ্য একটা বিভাজন তৈরি হবে। যারা এই মামলার ইন্দনে আছে ইতিহাস ওদের কখনও ক্ষমা করবেনা।
    Total Reply(0) Reply
  • আবু সাঈদ ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ পিএম says : 0
    তাদেরকে কোন পদ দেয়নি তাই মিথ্যা মামলা করেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা শফী

২০ সেপ্টেম্বর, ২০২০
১৯ সেপ্টেম্বর, ২০২০
১৯ সেপ্টেম্বর, ২০২০
১৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ