নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মুজিববর্ষে শুরু হয়েছে বঙ্গবন্ধু বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে ঢাকা কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো: মোজাম্মেল হক। উদ্বোধনী দিন তিন খেলা ম্যাটে গড়ায়। দিনের প্রথম খেলায় বাংলাদেশ নৌ বাহিনী ৫৫-২৮ পয়েন্টে জেল কাবাডি দলকে হারায়। দ্বিতীয় খেলায় পুলিশ ৫৬-১৯ পয়েন্টে ফায়ার সার্ভিসকে এবং শেষ ম্যাচে সেনাবাহিনী ৫৫-১৮ পয়েন্টে জেল কাবাডি দলকে হারায়। টুর্নামেন্টে ৬টি সার্ভিসেস দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। দলগুলো হলো- ‘ক’ গ্রুপে নৌবাহিনী, সেনাবাহিনী ও বাংলাদেশ জেল। ‘খ’ গ্রুপে- বাংলাদেশ পুলিশ, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।