Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৫:৫৮ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণ দেখা যাওয়ার পর ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন। তবে ম্যাঁক্রো এখনও দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং দূর থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে থাকায় চলতি সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি রয়েছে ফ্রান্স। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৫৯ হাজার চারশ’।
বৃহস্পতিবার সকালে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রজাতন্তের প্রেসিডেন্টের আজ কোভি৩-১৯ শনাক্ত হয়েছে। প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার পর পিসিআর টেস্টের মাধ্যমে তার সংক্রমণ শনাক্ত হয়।’
ইমানুয়েল ম্যাঁক্রো কিভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে তার কার্যালয়ের তরফে জানানো হয়েছে, সম্প্রতি তার ঘনিষ্ট সংস্পর্শে আসা সকলকেই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। সূত্র : বিবিসি



 

Show all comments
  • Dr.NM Shafique ১৭ ডিসেম্বর, ২০২০, ৮:২৯ পিএম says : 0
    Alhamdulillah.
    Total Reply(0) Reply
  • jahir ১৭ ডিসেম্বর, ২০২০, ৮:৫৩ পিএম says : 0
    আল্লাহ পাকের গজবে সে পতিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ