Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে কৃষাঙ্গ, এশীয় ও সংখ্যালঘুরা-ই কোভিড টিকা নিতে আগ্রহী নন : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৫:৪২ পিএম

ব্রিটেনে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত এবং বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকা কৃষাঙ্গ, এশীয় ও সংখ্যালঘুরা-ই কোভিড টিকা নিতে আগ্রহী নন বলে এক গবেষণায় ওঠে এসেছে। ব্রিটেনের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ (আরএসপিএইচ) এর গবেষণায় আরও ওঠে আসে, জাতিগত সংখ্যালঘু ও নিম্ন আয়ের ব্যক্তিরা সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকলেও তাদের মধ্যেই টিকা গ্রহণ নিয়ে অনাগ্রহ সবচেয়ে বেশি। -ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, ইয়ন

মোট ৭৬ শতাংশ ব্রিটিশ নাগরিক বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা করোনার টিকা গ্রহণ করবেন। অন্যদিকে কালো, এশীয় ও অন্যান্য সংখ্যালঘুদের ক্ষেত্রে এই হার ৫৭ শতাংশ। ৭৯ শতাংশ শ্বেতাঙ্গ বলেছেন তারা টিকা গ্রহণ করবেন। ব্রিটেনে টিকার ওপর অনাস্থা সবচেয়ে বেশি এশীয়দের মধ্যে। ৫৫ শতাংশ এশীয় বলেছেন তারা টিকা গ্রহণ করবেন। তবে কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ৩৫ শতাংশ বলেছেন, যদি তাদের চিকিৎসক টিকার বিষয়ে তাদের আরো বেশি তথ্য দেন তবে তারা মত পরিবর্তন করে টিকা গ্রহণ করতে পারেন। অন্যদিকে প্রথমেই টিকা গ্রহণে অনাগ্রহ দেখানো শ্বেতাঙ্গদের মধ্যে এই হার ১৮ শতাংশ।

আয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ নিম্ন আয়ের ব্যক্তিরা টিকা নিতে রাজি হয়েছে, উচ্চ আয়ের ব্যক্তিদের মধ্যে এই হার ৮৪ শতাংশ। আরপিএইচ এর প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যারিয়ট বলেন, সমীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগের এবং একই সঙ্গে বিস্ময়ের। এতদিন আমরা জেনেছি যে জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রতি প্রত্যেক সম্প্রদায়ের আস্থার ধরন আলাদা আর এখন দেখছি সংখ্যালঘু ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়গুলোকে উদ্দেশ্য করে টিকা বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। অথচ তারাই সবচেয়ে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ