Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ব্রিটেনের অর্থনীতিতে ধস, ২৬ লাখে পৌঁছতে পারে বেকারসংখ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ২:৪৭ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রিটেনের অর্থনীতি। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে বেকারত্বের সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে। দেশটিতে এ পর্যন্ত নতুন বেকার হয়েছে আট লাখ ১৯ হাজার মানুষ। বেকারত্বের এই চিত্র থেকে বোঝা যায়- করোনাভাইরাসের সংকটে ব্রিটিশ অর্থনীতিতে একরকম ধস লক্ষ্য করা যাচ্ছে। -পার্সটুডে, দ্য গার্ডিয়ান

দেশটির ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের দপ্তর থেকে বলা হয়েছে, গত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই তিন মাসে তিন লাখ ৭০ হাজার মানুষ বেকার হয়েছে। ব্রিটেনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের নাম হচ্ছে পর্যটন খাত। অর্থনীতির এই করুণ দশায় নভেম্বর মাসে ব্রিটিশ চ্যান্সেলর সতর্ক করে বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে বেকারত্বের সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে। এ অবস্থায় ব্রিটিশ সরকার বলছে, করোনাভাইরাসকে পরাজিত করা জরুরি হয়ে পড়েছে। সরকার দেশের জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য উঠেপড়ে লেগেছে। তবে করোনার প্রাদুর্ভাব থেকে ব্রিটেনের অর্থনৈতিক ধস কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ