মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিম জানায়, বাইডেন আগামী সপ্তাহে প্রকাশ্যে করোনার টিকা গ্রহণ করবেন। তবে বাইডেনের ভাইস- প্রেসিডেন্ট কামালা হ্যারিসের টিকা গ্রহণের বিষয়টি নিয়ে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার কোনো মন্তব্য করেনি ট্রানজিশন টিম। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন পেন্স শুক্রবার করোনার টিকা গ্রহণ করবেন। -রয়টার্স
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন জনগণের মধ্যে আত্মবিশ্বাস জোরদার করতে ও টিকার সুরক্ষা এবং কার্যকারীতার প্রচারে পেন্স ও তার স্ত্রী প্রকাশ্যেই হোয়াইট হাউসের এক ইভেন্টে এই টিকা গ্রহণ করবেন।’ পেন্স বলেন, ‘আগে আগে টিকা নেয়া আমার উদ্দেশ্য নয়। আমি শুধু এই বার্তা দিতে চাই যে টিকা গ্রহণ নিরাপদ।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা গ্রহণ করবেন কি না এই প্রসঙ্গ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনলি বলেন, ‘প্রেসিডেন্টের মেডিক্যাল টিম যখন এটি তার জন্য ভালো মনে করবে, তখন খুব শীঘ্রই তিনি টিকা গ্রহণ করবেন’। সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর গণহারে টিকাকরণ কর্মসূচী শুরু করে যুক্তরাষ্ট্র। প্রথমধাপে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং কেয়ার হোমগুলোর বাসিন্দাসহ যুক্তরাষ্ট্রের কিছু সরকারী কর্মকর্তাদের টিকা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৩১৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।