মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৬ লাখ ছড়িয়েছে। দিন দিন এ সংখ্যা আরও বাড়ছে। এদিকে করোনা সংক্রমণের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হতে যাচ্ছে বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে ইউরোপে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ। অনেক দেশে কড়াকড়ি আরোপ ও কারফিউ জারি করা হয়েছে।
রাশিয়া, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও সংক্রমণের সংখ্যা।
এর মধ্যে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ১৬ লাখ ছাড়িয়ে গেল। আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৭ কোটির কাছাকাছি।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ লাখ ৫৫ হাজার জন মারা গেছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা ৫ কোটি ২৩ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১৩ হাজার ৪৪৬ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৪ হাজার ৯০৮ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ৭৪ লাখের কাছাকাছি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ৫৭৭ জন।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৮৪ হাজারের কাছাকাছি। শনাক্তের সংখ্যা ৭০ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। দেশটিতে এক কোটির কাছাকাছি রোগী শনাক্ত হয়েছে।
মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ১৫ হাজারের বেশি। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।