Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মডার্নার ভ্যাকসিন কার্যকর বলে জানাল এফডিএ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিতে যাচ্ছে দেশটি। গতকাল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্নার টিকা ৯৪ শতাংশ কার্যকর বলে জানিয়েছে। অনুমোদন পেলে এটি হবে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত দ্বিতীয় ভ্যাকসিন।

গতকাল মডার্নার ভ্যাকসিন নিয়ে এফডিএ ৫৪ পৃষ্ঠার একটি গবেষণা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এ ভ্যাকসিন গ্রহণে বিশেষ কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এর কার্যকারিতা ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতার তথ্য পাওয়া গেছে। এই প্রথম ২০১০ সালে প্রতিষ্ঠিত জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার কোনো পণ্য এফডিএ কর্তৃক অনুমোদন পেতে যাচ্ছে। মডার্না জানায়, এই সপ্তাহে অনুমোদন পেলে ২৪ ঘণ্টার মধ্যেই সারা দেশে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। অনুমোদন পেলে ভ্যাকসিন তৈরিও বাড়ানো হবে বলে জানিয়েছে তারা।

মডার্নার ভ্যাকসিনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, মাংসপেশি ও গিরায় ব্যথা। ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের আগে এফডিএ একই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছিল। ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনও দুইবার নেয়া লাগবে। প্রথমবার নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় বুস্টার শট নিতে হবে। তবে দুই ভ্যাকসিনের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। মডার্নার ভ্যাকসিনটি সাধারণ ফ্রিজে (মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস) রাখা যাবে। কিন্তু ফাইজারের ভ্যাকসিনটি মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। ফাইজারের ভ্যাকসিন বর্তমানে জার্মানি, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে তৈরি করা হচ্ছে।

করোনাভাইরাসের হালনাগাদ তথ্য প্রকাশকারী যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ইতিমধ্যে তিন লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দিন দিন বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। ফাইজারের পর মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেতে যাওয়ায় মানুষের মনে এখন আশার সঞ্চার হয়েছে। সূত্র : নিউইয়র্ক টাইমস।



 

Show all comments
  • তাওহীদ ১৭ ডিসেম্বর, ২০২০, ৫:৫৩ এএম says : 0
    খুব ভালো খবর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ