Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে মেঘনায় কোস্টগার্ডের উপর ডাকাতদলের হামলা- আহত কন্টিজেন্ট কমান্ডার

কমলনগর(লক্ষ্মীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:৩৯ এএম

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে ডাকাত দলের সঙ্গে কোস্টগার্ডের হামলা গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় নৌ দস্যুদের হামলায় কমলনগর কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার হাফিজুর রহমান আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডও গুলি ছুঁড়ার খবর পাওয়া গেছে। তবে ডাকাত দলের কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত দু’টি ধারালো বগি দা উদ্ধার করা হয়েছে।তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মতিরহাটের উত্তর-পশ্চিম মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত কন্টিজেন্ট কমান্ডার হাফিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেঘনা নদীর জেলে ও স্থানীয়রা জানায়, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ১০/১২জনের একদল ডাকাত অস্রের মুখে একটি নৌকার মাছ, জাল ও টাকা নিয়ে যায়, খবর পেয়ে কোস্টকার্ড তাদের ধরতে ধাওয়া করে। এসময় দস্যুরা কোস্টগার্ডের ওপর গুলি চালায় ও ইট-পাথর নিক্ষেপ করে। আত্বরক্ষায়  কোস্টগার্ড ও পাল্টা গুলি চালায়। এসময় কন্ডিজেন্ট কমান্ডারকে লক্ষ্য করে ছোড়া ইটের আঘাতে তিনি আহত হন। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে খালে ঢুকে নৌকা রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা আহত কমান্ডারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

আহত কন্টিজেন্ট কমান্ডার হাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধিক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কমলনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকলল্পনা কর্মর্কতা ডা. আবু তাহের পাটোয়ারী বলেন, আহত কোস্টগার্ড কমান্ডারের কপালে জখম হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ