Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ হাজার দক্ষ শ্রমিক নিতে চায় জর্ডান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

 তৈরি পোশাক শিল্প খাতে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নিতে চায় জর্ডান। আগামী এক বছরের মধ্যে এসব শ্রমিককে আম্মান পৌঁছানোর টার্গেট নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার এক বার্তায় তিনি জানান, সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এসব কর্মী জর্ডানো পাঠানো হবে।

এজন্য জর্ডানের কারখানা মালিক ও তাদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল ঢাকা সফর করবে। আম্মানের বাংলাদেশ মিশন সূত্র জানিয়েছে, জর্ডানে বাংলাদেশি নানান পেশার কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। যার বেশির ভাগই তৈরি পোশাক খাতে। জর্ডান সরকারের সঙ্গে বাংলাদেশ এমন সমাঝোতায় পৌঁছেছে যে, প্রতি বছর তারা বাংলাদেশ থেকে কমপক্ষে ১২ হাজার দক্ষ কর্মী নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যা কার্যকর করা হবে সথাসময়েই।



 

Show all comments
  • Md . Johurul islam ১৭ ডিসেম্বর, ২০২০, ১:২০ পিএম says : 0
    বেতন কত টাকা যদি উল্লেখ করা হতো তাহলে ভালো হতো এবং কোন কোন সেকশনে লোক নেওয়া হবে সেটা উল্লেখ করলে ভালো হতো আমি ডাইং সেকশনে ওপেন মেশিনের অপারেটর এই পদে লোক নেওয়া হবে কি জানতে পারলে সুবিধা হতো যদি এই পদে লোক নেয় তাহলে আমি যেতে আগ্রহী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ