প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিজয় দিবস উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে গান, সিনেমা, নাটকসহ নানা অনুষ্ঠান। এরমধ্যে গানের অনুষ্ঠান দেশের গান জন্মভূমি, বৈশাখীর সকালের গান, মিউজিক এ্যালবাম, শুধু সিনেমার গান, সিনেমা সিপাহী এবং বীর সৈনিক অন্যতম। আজ সকাল ৭.৪৫ মিনিটে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’ । সকাল ৮.২৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী । থাকছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘সিঁদুর’ প্রচার হবে রাত ১১.০০টায়। মো. আশিকুর রহমানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা, সজল, কে এস ফিরোজ প্রমুখ। সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, আনোয়ার হোসেন অভিনীত ‘সিপাহী’। ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ পরিচালিত। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে মান্না, মৌসুমী, সাথী, হুমায়ুন ফরীদি অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বীর সৈনিক’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।