মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বন্ধ হতে যাওয়া ১ জানুয়ারির আগে খাবার ও টয়লেট পেপার মজুদ না করার জন্য পরিবারগুলোকে সতর্ক করেছে ব্যবসায়িক গোষ্ঠী। চলমান অনিশ্চয়তা পরিস্থিতি কঠিন করে তুললেও খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছে তারা। এটি নিয়ে অনিশ্চয়তায় অতিরিক্ত কেনাকাটার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। রোববার যুক্তরাজ্য ও ইইউ ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে। বাণিজ্য সংস্থা ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) জানিয়েছে, চলমান অনিশ্চয়তা সংস্থাগুলোর জন্য নতুন বছরের প্রস্তুতি নেয়া আরো কঠিন করে তুলেছে। তবে দোকানগুলোয় প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে এবং ক্রেতাদের স্বাভাবিকের চেয়ে বেশি খাবার কেনার প্রয়োজন নেই। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।