মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছেছে।গতকাল রোববার রাতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় ভ্যাকসিন বহনকারী কার্গো বিমানের ছবি পোস্ট করে এই তথ্য জানান। তিনি আশা করছেন এই ভ্যাকসিন খুব দ্রুতই মানুষের হাতে পৌঁছে যাবে। -রয়টার্স
এর আগে পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ব্যাকসিনের চালান বুঝে পায়। প্রথম ধাপে ৩০ হাজার ডোজ ভ্যাকসিন ১৪ টি জায়গায় সরবারহ করা হবে। প্রথমে গুরুত্ব পাবেন বয়স্ক যাদের অবস্থা আশংকা জনক এবং স্বাস্থ্যকর্মীরা। ভ্যাকসিন সরবরাহ ইনচার্জ মেজর জেনারেল ডেনি ফরটিন কানাডার ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি আগামি সপ্তাহে কয়েক চালানে ভ্যাকসিন পাবো এবং এই বছরের মধ্যে প্রায় ২লাখ ৪৯ হাজার ডোজ ভ্যাকসিন পাবো বলে আশা করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।