Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা সনাক্ত হয়েছে ৩২ জনের, মৃত্যু নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৩:৫৬ পিএম

গত ২৪ ঘণ্টায় সিলেটে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে জন সুস্থ হয়েছেন ৩২ জন। এর মধ্যে সিলেটের ২৭ ও সুনামগঞ্জের ৫ জন। এদিকে, সব মিলিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৭ জন। এর মধ্যে সিলেট ৮ হাজার ১১১, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৪ , হবিগঞ্জে ১৫৭৯ ও মৌলভীবাজারের ১৭২৩ জন। একই সময়ে করোনাভাইরাস ধরা পড়ছে আরও ৩২ জনের শরীরে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট ৮ হাজার ৭৯৬, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১, হবিগঞ্জে ১ হাজার ৯৩২ ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি কেউ। সোমবার পর্যন্ত আক্রান্ত হয়ে ২৫৪ জন মারা গেছেন। এরমধ্যে সিলেট ১৯১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারের ২২ জন। সোমবার (১৪ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন তথ্যানুযায়ী, করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১১ জন আছেন চিকিৎসাধীন। এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ৪২ জন, বাকিরা উপসর্গ নিয়ে। অন্যদিকে গত ১০ মার্চ থেকে রোববার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ৬০৪ জনকে। এর মধ্যে ২১ হাজার ৪০১ জনকে কোয়ারেন্টাইন থেকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে বিভাগে ২০৩ জন আছেন হোম কোয়ারেন্টাইনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ