মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজারি সেনা আবারো সংঘর্ষ শুরু হলো আর্মেনিয়ার দখলকৃত আজারবাইজানের নাগর্নো-কারাবাখ অঞ্চলে। গতকাল রোববার আজারবাইজানের সেনা জানিয়েছে, আর্মেনিয়ার আক্রমণে তাদের চারজন সেনার মৃত্যু হয়েছে। তবে আর্মেনিয়া এ আক্রমণের কথা অস্বীকার করেছে। শনিবারও দু’দেশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। এর আগে ছয় সপ্তাহ যুদ্ধের পরে সাময়িক শান্তি ফিরেছিল। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়েছিল। যার জেরে দু’দেশই যুদ্ধ থামাতে রাজি হয়েছিল। চুক্তিতে স্থির হয়েছিল সাম্প্রতিক যুদ্ধের পর যে জায়গায় অবস্থান করছে সে সেখানেই থাকবে। আর্মেনিয়া দাবি করে আজারি ফৌজ নাগর্নো-কারাবাখের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, নিজেদের জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে তারা। আর্মেনিয়ার পছন্দ না হলেও রাশিয়ার অনুরোধে দেশের প্রধানমন্ত্রী চুক্তি মেনে নেন। কিন্তু তারপর থেকেই আর্মেনিয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। অন্য দিকে আজারি সেনা নাগর্নো-কারাবাখে নিজেদের জাতীয় পতাকা নিয়ে মার্চ করে। বিজয় উৎসবও হয়। শান্তি স্থাপনের জন্য রাশিয়ার দুই হাজার সেনা যুদ্ধ বিতর্কিত এলাকায় রয়েছে। তারপরেও সংঘর্ষ থামানো গেল না। শনিবার থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। আর্মেনিয়ার সেনার দাবি, আজারি ফৌজও আক্রমণ চালাচ্ছে। তারই মধ্যে চার সেনার মৃত্যুর খবর দিয়েছে আজারবাইজান। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।