Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ধর্ষণের পর শিশু হত্যা ৮ জনের ফাঁসি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১:২১ পিএম | আপডেট : ১:৩১ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২০


চট্টগ্রামে ধর্ষণের পর মাদরাসা ছাত্রী শিশু মীম হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক বিচারক মো. জামিউল হায়দার এ রায় দেন।
২০১৮ সালের ২১ জানুয়ারি নগরীর আকবরশাহ এলাকার আয়শা মমতাজ মহল ভবনে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মিমকে।

মিম আকবরশাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।


তার বাবা মো. জামাল উদ্দিন ওয়াশিং মেশিনে কাজ করেন। তাদের বাসা আকবরশাহ এলাকার কনকর্ড সী-ওয়ার্ল্ড’র রাজা কাশেমের কলোনিতে।
ঘটনার দিন রাত ১০টার দিকে আকবরশাহ বিশ্ব ব্যাংক কলোনির ছয় তলার একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।



 

Show all comments
  • মো: শফিউর রহমান ১৪ ডিসেম্বর, ২০২০, ২:৩৭ পিএম says : 0
    খুব সুন্দর রায় ধন্যবাদ বিচারককে । আশা করি এই রায় বলবত থাকবে এবং দ্রুত কার্যকর হবে । নর পিচাসদেরকে ক্ষমা জেন না করা হয় । ভাষা হারিয়ে ফেলতে হয় এই না বুজ শিশুদের উপর নর পশুদের কি করে চোখ পরে । এরা সত্যিকারে জারজ সন্তান ছারা কিছু নয় এদের বাবা মাকেও বিচারের কাঠ গোড়ায় দাড় করানো উচিত হবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ