বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদগঞ্জে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক মাদরাসা ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে। গুরুতর আহত ওই ছাত্রী বর্তমানে রাজধানীর পঙ্গু হসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার পর পুলিশ ওই বখাটেকে আটক করেছে। আটককৃত বখাটে সাইফুলকে গতকাল বুধবার দুপুরে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে, বখাটে সাইফুলের উপযুক্ত শাস্তির দাবিতে ওই মাদরাসার শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। গত মঙ্গলবার বিকেলের এই ঘটনায় রেহানার বাবা সিরাজ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার চরপাড়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী রেহানা আক্তার (১৭)। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা এলাকার চিহ্নিত বখাটে মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় রেহানার উপর। নিজের বাড়ির সামনেই এই হামলার শিকার হয় রেহানা। এদিকে, রেহানার চিৎকারে এলাকবাসী ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে রেফার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।