Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণের ১৭ দিনেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী মামলা করায় বাদীর বাড়িতে হামলা ভাঙচুর

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া সিনিয়র মাদরাসার ফাজিল ১ম বর্ষের ছাত্রী (১৭) অপহরণের ঘটনায় মামলা হলেও গত ১৭ দিনে ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা করলেও চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে অপহৃত ছাত্রীর পরিবার। মামলা হওয়ায় ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা ওই ছাত্রীর পিতার বসতবাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটায়। মামলা সূত্রে জানা যায়, মুদীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর কন্যাকে পার্শ্ববর্তী কায়েতপাড়া গ্রামের বিল্লাল হোসেনের পুত্র নাহিদ ও তার সহযোগীরা গত ২ সেপ্টেম্বর অপহরণ করে। এ ঘটনায় অপহৃতার পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় গত ৫ সেপ্টেম্বর ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরদিন ক্ষিপ্ত হয়ে নাহিদের সহযোগী মাসুদের নেতৃত্বে ৮/১০ জনের সংঘবদ্ধদল মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকদের পিটিয়ে আহত করে এবং আসবাবপত্র ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটায়। এব্যাপারে মোহাম্মদ আলী পুনরায় শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মোহাম্মদ আলী জানান, গত ১৭ দিনেও পুলিশ তার অপহৃত কন্যাকে উদ্ধার করতে পারেনি। এছাড়া ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিনহাজ উদ্দিন জানান, অপহৃতাকে উদ্ধারের অভিযান অব্যাহত আছে, বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণের ১৭ দিনেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী মামলা করায় বাদীর বাড়িতে হামলা ভাঙচুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ