Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীর চারঘাটে বৃদ্ধকে গলা কেটে হত্যা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:২৬ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজ বাড়িতেই মানসুর রহমান (৭০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার রাত নয়টার দিকে তাকে গলা কেটে হত্যা করা হয়।

শলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল হক মাসুম জানান, নিহত মানসুর রহমানের স্ত্রী ঢাকায় তার ছেলের বাড়ি গেছেন। মানসুর রহমান বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যার পর গৃহকর্মী বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে চলে যান।

এরপর রাত সাড়ে নয়টার দিকে প্রতিবেশিরা বাড়ির ভেতর থেকে মানসুর রহমানের গোঙ্গানোর শব্দ শুনতে পান। তখন তারা গৃহকর্মীকে ডেকে এনে বাড়ির তালা খোলেন। এ সময় তারা গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কে বা কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত নয়। তারা জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, মানসুর রহমানের ছেলে প্রকৌশলী। আর মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক। মৃতের ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা কেটে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ