Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন অনুমোদনের দিনই মারা গেলেন সর্বোচ্চসংখ্যক মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৫:০০ এএম

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন অনুমোদনের দিনই মারা গেলেন সর্বোচ্চসংখ্যক মানুষ।মিশিগানের কালামাজু থেকে যুক্তরাষ্ট্রের কোনায় কোনায় ছিটিয়ে থাকা হাসপাতালগুলোতে যাবার জন্য শীঘ্রই ভ্যাকসিন ভরা ট্রাক ও উড়োজাহাজগুলো রওয়ানা দেবে। এমন দিনে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এই ভ্যাকসিন অনুমোদ করেছে, যেদিন দেশটিতে এই রোগে ৩০০ এর বেশি মানুষ মারা গেছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। -সিএনএন, এবিসি, পলিটিকো

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনেশন শুরুর আগে আর মাত্র দুটি গুরুত্বপূর্ন ধাপ বাকি আছে। দুটোর দায়িত্বেই আছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং দুটি ধাপই শনিবারের মধ্যে হয়ে যাবার কথা। এই মাসের মধ্যেই ২ কোটি মার্কিনির টিকা পেয়ে যাবার কথা রযেছে। জানুয়ারির মধ্যে টিকা পাবেন মোট ৫ কোটি এবং মার্চের মধ্যে পাবেন সব মিলিয়ে ১০ কোটি মার্কিনি। যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, সামনে দেশটির জন্য আরও খারাপ সময় আসছে। তবে ভ্যাকসিন সম্ভবত রোগটির ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ