Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত সর্বোচ্চ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৪:৫৬ এএম

দক্ষিণ কোরিয়ায় নতুন করে সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষ করে রাজধানীতে আক্রান্তের সংখ্য সবচেয়ে বেশি।এ কারণে দেশটি করোনা বিস্তার নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারবে না বলে আশংকা করা হচ্ছে। কর্মকর্তারা নতুন করে ৯৫০ জনের করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন।-রয়টার্স

গত কয়েকদিন ধরেই ৫শ থেকে ৬শ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছিল। শনিবার সিউল অঞ্চলে ৬৬৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর ফলে ঘণবসিতপূর্ণ এলাকায় ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন পরিস্থিতিকে মারাত্মক উল্লেখ করে বলেছেন, ভ্যাকসিন দেয়া শুরু করার আগে এটি সর্বশেষ কঠিন পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সকল প্রশাসনিক ক্ষমতা কাজে লাগাবে বলেও তিনি উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ আক্রান্তসহ মোট সংক্রমিত লোকের সংখ্যা ৩৬ হাজার ৮শ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ফেব্রুয়ারিতে দেশটিতে সর্বোচ্চ ৯০৯ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। কোরিয়ান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫০ জনের মধ্যে ৯২৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে এবং ২২ জন দেশের বাইরে থেকে এসেছেন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৭৩৬ জন ও মারা গেছেন ৫৭৮ জন। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট মুন জা-ইন একে 'জরুরি অবস্থা' বলে অভিহিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ